নিউজ ডেস্ক: মো:শামিম ইসলাম (১৬) নামে একজন তরুন ছেলে বৃহস্পতিবার (২৫ জুলাই) কর্ণেলহাট সিডিএ এলাকা থেকে রাত আনুমানিক ১১ ঘটিকায় তার কর্মস্থল মেসার্স বিসমিল্লাহ ফার্ণিচার হইতে বাহির হওয়ার পর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি।
ছেলেটি হারানোর সময় তার পরনে ছিল হলুদ রঙের চেক টি শার্ট, পরনে জিন্স প্যান্ট, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, উচ্চতা ৪ফুট ৬ ইঞ্চি ।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগের ঠিকানা: ইসমাইল হোসেন। ঠিকানা: গ্রাম: দৌলখাড়,থানা: লাংগল কোট, জেলা: কুমিল্লা।
মোবাইল নাম্বার:০১৮১৬৭৮৩৭৬৮,০১৮৭৭৪৩৯৩১২।