খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরের হামলার অভিযোগ করেছে জেলা বিএনপি।
শুক্রবার বেলা ১১ টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের প্রধান সড়কের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় জেলা বিএনপির সহ-সভাপতিসহ শতাধিক নেতাকর্মী আহতের দাবি করেছে জেলা বিএনপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান,আজ শুক্রবার পূর্ব নির্ধারিত বিএনপির সমাবেশে যোগদানের লক্ষ্যে খাগড়াছড়ি সফরে এসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমান।
শহরে প্রবেশ কালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসলে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা গাড়ি বহরে অতর্কিত হামলা করে।
হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য শেখ রাসেল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম জুয়েল ,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান আকাশ, সদর উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড সদর পৌর ছাত্রদলের সহ-সভাপতি ইফতি হাসান, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সোহেল রানাসহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিনা উস্কানিতে এমন ন্যাক্কারজনক হামলার তিব্র নিন্দা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া।
বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে আওয়ামী লীগের উপর হামলা করেছে বলে পাল্টা অভিযোগ করেছেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান।