এনামুল হক,শেরপুরঃবাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর শেরপুর জেলা শাখার অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ জুয়েলারী ব্যাবসায়ীরা।
২৫ মে বৃহস্পতিবার দুপুরে শেরপুর পৌর শহরের খরমপুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় সাবেক কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান আলী, সহ-সাধারণ সম্পাদক সামছুদ্দিন সমেশ, সদস্য আফজাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বলা হয়, গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক চন্দন কুমার ঘোষ তার নিজ স্বার্থ চারিতার্থ করে কমিটির দুই জন সদস্যকে না জানিয়ে গোপনে ৩ জন মিলে গঠনতন্ত্র বিরোধী অবৈধ ভোটার তালিকা করেন। এরপর ২১ জানুয়ারী গোপনে তফসীল ও ভোট বিহীন পকেট কমিটি ঘোষনা করেন।
পরবর্তিতে আগামী ২৭ মে ওই কমিটির অভিষেক অনুষ্ঠানের ঘোষনা করেন। অবৈধ কমিটি বাতিল সহ তাদের সকল কার্যক্রমের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অভিষেক অনুষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়।