মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২২ মে) মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই ইফতেখার ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার মনুমুখ ইউনিয়নের বাউরবাগ এলাকা থেকে ইমন মিয়াকে ইয়াবাসহ আটক করেন। এসময় ইমন মিয়ার হেফাজত থেকে ২২৫পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটক ইমন মিয়া জেলার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় বলেন, মাদকের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে। মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: আশরাফুল ইসলাম জানান, আটককৃত ইমন মিয়া একজন পেশাদার মাদক কারবারি। ইমন ও অপর পলাতক আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।