শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
স্থলবন্দর চালু হলে বাংলাদেশ ভারত দুই দেশের অর্থনীতিতে গতিশীলতা আসবে বিজিবি মহা পরিচালক খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ আটক দুই বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু আক্রান্ত আরো ১৪ জন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মর্জিনা আক্তার ! কেইউজে’র উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা নানিয়ারচর জোন (১০ বীর) এর উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ বিডি-৫১১ উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত সেনবাগে ৫ শতাধিক দু:স্থ ও অসহায়কে ইফতার সামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন “ব্লাড এন্ড হার্ট” পাহাড়তলী থানা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ স্মার্ট শাপলাপুর গড়ার লক্ষ্যে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আমান উল্লাহ

সেনবাগে সংসদ সদস্য মোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে আওয়ামী লীগের সাংবাদিক সম্মেলন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৫১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:শনিবার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাবেক নেতাদের মতবিনিময়ের নামে নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে সেনবাগ উপজেলা আওয়ামীলীগ।

রবিবার রাতে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন।
লিখিত বক্তব্যে জনাব কানন অভিযোগ করেন গত ১৩ মে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের নামে কতিপয় সাবেক নেতা সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলমের বিরুদ্ধে মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক সংগঠন বিরোধী বক্তব্য প্রদান করেন।

এ ছাড়া গত ১২মে উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় মাননীয় সংসদ সদস্যের একটি বক্তব্য কে বিকৃত করে মিথ্যাচার করেছেন,তারা মাননীয় সংসদ সদস্য মোরশেদ আলম কোরআনের আয়াতের সঙ্গে নিজের কথার তুলনা করেছেন বলে প্রচার করেছেন যা সম্পূর্ণ মিথ্যা, প্রকৃত সত্য হলো তিনি বলেছেন কোরআন হাদিস যেমন সত্য আমার বক্তব্য ও তেমন সত্য,আমি মিথ্যা বলি না।

এছাড়া মোরশেদ আলমের নেতৃত্বে বর্তমান উপজেলা কমিটি দ্বায়িত্ব নেয়ার পর ৯০টি ওয়ার্ড, ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে আওয়ামী লীগ যখন সুসংগঠিত তখনই আসন্ন জাতীয় নির্বাচনে নৌকাকে পরাজিত করার নীল নকশা বাস্তবায়নের লক্ষেই তাদের এসব বক্তব্য বলে দাবি করেন।

সাংবাদিক সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সাবেক নেতাদের এ মিথ্যাচার এবং ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

জনাকীর্ণ এ সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, আওয়ামী লীগ নেতা জিএস আবদুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান পাটোয়ারী, সংসদ সদস্য মোরশেদ আলমের স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবু আব্বাস চৌধুরী, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকের আহমদ, কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টিটু,মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, বীজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনা কোম্পানি, সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সফিকুজ্জামান সীমু, আওয়ামী লীগ নেতা শাহাদাত আলী মঞ্জু,পৌর যুবলীগের আহবায়ক জাহিদুল ইসলাম রিপন ছাত্রলীগ নেতা আবু শোয়েব সহ উপজেলা,পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর