মোস্তফা চৌধুরী (গাজীপুর জেলা প্রতিনিধি)ঃআসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।
শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
তারপরে গত ৯ই মে থেকে আজমত উল্লা খানের নৌকা মার্কা প্রতীক পাওয়ার পর থেকে এভাবে প্রচার-প্রচারণা করে আসছে সকলেই। নৌকাকে বিজয় করার জন্য সকলেই মাঠে একত্রিত হয়ে কাজ করছেন।