সোমবার, ০৫ জুন ২০২৩, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
প্রকৃতি জীববৈচিত্র্য অক্ষুণ্ণ রাখতে সুজন’র মানববন্ধন লংগদুতে জেলেদের মুখে হাসি ফোটালেন উপজেলা মৎস্য অধিদপ্তর স্লোগান দেয়াকে কেন্দ্র করে চেয়ার ছোড়াছুড়ি- চসিক কাউন্সিলর আহত লংগদুতে অসুস্থ বন্য হাতি চিকিৎসা পেয়ে ফিরলো বনে আওয়ামী লীগের সাড়ে ৩ শতাধিক নেতাকর্মীকে আসামী করে আদালতে বিএনপির মামলা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের জালে অস্ত্রসহ আটক ১ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে চট্টগ্রামে আওয়ামীলীগ এর জনসভা ফের তুরষ্কের প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ, সেনবাগের ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যন ও বিএনপি নেতা আবদুর রহমান গ্রেফতার সিজেকেএস সাঁতার প্রতিযোগিতায় ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন

সেনবাগ আওয়ামী লীগের সাবেক নেতারা একমঞ্চে!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৯৫ বার পঠিত
আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে একমঞ্চে আসলেন নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতারা।

শনিবার পৌর শহরের উত্তর শাহাপুর তৌহিদা রহমান ভিলেজে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর জামান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিম মানিকের যৌথ সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসি এ,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তমা গ্রুপের কর্ণধার আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিহাব উদ্দিন শিহাব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন, কামরুজ্জামান বাবলু,নুর ইসলাম ফরহাদ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুর নবী চিশতী, পৌর যুবলীগের আহবায়ক দিদারুল আলম।

মতবিনিময় সভায় বক্তারা সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গুলো ভোটের মাধ্যমে হয় নি দাবি করে তা বাতিল করে পূণরায় ভোটের মাধ্যমে সম্মেলন করার দাবি জানান।

এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনবাগের তৃণমূলের নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান,না হলে তৃণমূল নেতাকর্মীরা তা প্রতিহত করবেন প্রয়োজনে তাদের মধ্য থেকে যে কোন একজন স্বতন্ত্র প্রার্থী হবেন বলেও ঘোষণা দেন।

এ সময় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক ও পদবঞ্চিত নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।পরে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের উদ্যোগে আগত সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর