রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
রোটারি ক্লাব অফ চিটাগং সিটির ২০২৫-২৬ রোটাবর্ষের কমিটি গঠন রুমায় সেনা অভিযানে কেএনএফ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ভার্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃত্বে ফরহাদুল হাসান মোস্তফা- লায়ন সাজ্জাদ হোসাইন টিপু পরিবেশ রক্ষায় সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগ: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি লোহাগাড়ায় অসামাজিক কাজে বাধা দেওয়ায় হয়রানির অভিযোগ সন্দ্বীপে ঠিকাদারকে অপহরণ, চাঁদা দাবি ও মারধর হাতিয়ায় যৌথ অভিযানে অস্র-চোরাইমালসহ ৪জন আটক জাতীয় পরিচয়পত্র জাল করে জমি বিক্রির সময় প্রতারকদের হাতেনাতে ধরা হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন

সেনবাগ আওয়ামী লীগের সাবেক নেতারা একমঞ্চে!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৩৮ বার পঠিত
আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:ঈদ পরবর্তী তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে একমঞ্চে আসলেন নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতারা।

শনিবার পৌর শহরের উত্তর শাহাপুর তৌহিদা রহমান ভিলেজে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর জামান চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল আজিম মানিকের যৌথ সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসি এ,বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি, তমা গ্রুপের কর্ণধার আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিহাব উদ্দিন শিহাব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাঈন উদ্দিন ভূঁইয়া লিটন, কামরুজ্জামান বাবলু,নুর ইসলাম ফরহাদ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুর নবী চিশতী, পৌর যুবলীগের আহবায়ক দিদারুল আলম।

মতবিনিময় সভায় বক্তারা সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গুলো ভোটের মাধ্যমে হয় নি দাবি করে তা বাতিল করে পূণরায় ভোটের মাধ্যমে সম্মেলন করার দাবি জানান।

এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনবাগের তৃণমূলের নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেয়ার দাবি জানান,না হলে তৃণমূল নেতাকর্মীরা তা প্রতিহত করবেন প্রয়োজনে তাদের মধ্য থেকে যে কোন একজন স্বতন্ত্র প্রার্থী হবেন বলেও ঘোষণা দেন।

এ সময় সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সাবেক ও পদবঞ্চিত নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।পরে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের উদ্যোগে আগত সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর