ফরহাদুজ্জামান,নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।
বুধবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামে ওই উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম ও মিল মালিক সমিতির নেতা আব্দুর রহিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে ৩৩৫ মে.টন, ৩০ টাকা কেজি দরে ৫০৫ মে.টন ধান ও ৩৫ টাকা কেজি দরে ৫৬১ মে.টন গম ৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ক্রয় করা হবে।