মো: মোস্তফা চৌধুরী ( গাজীপুর জেলা প্রতিনিধি):আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সফল কাউন্সিলর জনাব মীর আসাদুজ্জামান তুলাকে ২৫ মে পুনরায় ঠেলাগাড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে ৬ নং ওয়ার্ডবাসীর এবং গাজীপুরের সকল মানুষের নিকট তিনি সমর্থন ও দোয়া চেয়েছেন। একাধারে তিনি একজন সফল রাজনীতিবিধ,এবং মীর আসাদুজ্জামান তুলা গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক।গত ২০১৮ সালে তিনি গাজীপুর কাশিমপুর ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সকল কাজে পাশে থেকেছেন। অসহায় মানুষ ও হতদরিদ্র মানুষদের কথা শুনেছেন তাদের উপকার করেছেন এবং তার সাধ্যমত সাহায্য করেছেন।
তাই আগামী ২৫ শে মে শুভ দিন মীর আসাদুজ্জামান (তুলা)-কে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিন।যোগ্য দেখে পক্ষ নিন মীর আসাদুজ্জামান (তুলা)-কে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিন।ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের।উন্নয়নের শপথ নিন মীর আসাদুজ্জামান (তুলা)-কে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিন।