বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধি:রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবি রাজনগর জোন কর্তৃক জব্দকৃত বর্ডারক্রস অবৈধ পথে আসা ৮টি ভারতীয় গরু সরকারী বিধিনিষেধ অনুযায়ী নিলামে দেওয়া হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে রাজনগর বিজিবি জোনে চট্রগ্রামের কাস্টস বিট কর্মকর্তা সেলিম মোল্লা উপস্থিত থেকে নিলাম কার্যক্রম পরিচালন করেন।
নিলাম পক্রিয়ায় ৯ জন ক্যান্ডিডেট এর মধ্যে ৬লক্ষ ১০হাজার থেকে ঢাক তুলে সর্ব্বোচ্চ ১২লক্ষ ৯০ হাজার টাকায় গরু নিলামে ক্রয় করে নেয় স্থানীয় ব্যবসায়ী বেলাল।
এসময় রাজনগর জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো.শাকিল আলম এর সার্বিক সহযোগিতায়, অত্র জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমান ও স্থানীয় চেয়ারম্যান জনপ্রতিনিধিের উপস্থিতিতে নিলাম কার্য সম্পন্ন করা হয়।