শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মিরসরাইয়ে বন্যার্ত ৪১ কৃষককে বিনামূল্যে ধানের চারা ও সার বিতরণ করলো অদম্য যুব সংঘ বৈষম্য বিরোধী আন্দোলনে আহত তানজিতের চিকিৎসায় ১ লক্ষ টাকা দিয়েছেন ওয়াদুদ ভুইঁয়া হাতিয়ায় অধ্যক্ষের দুর্নীতির ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শিক্ষকদের সংবাদ সম্মেলন মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে জামায়েত ইসলামীর মতবিনিময় শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উত্তরায় সাংবাদিক নেতাকে হুমকি- থানায় জিডি মিরসরাইয়ে বিএনপি-যুবদলের ১৩ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ৫-ই আগষ্টের পল্টিবাজ চক্রের হোতা পার্সার আবীরগংদের দৌরাত্ম্যে অস্থির বিমান র‍্যাবের সোর্স পরিচয়ে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি তথ্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বার খুলে নিয়ম নীতির তোয়াক্কা করেনা যুবলীগ নেতা মামুন

মিরসরাইয়ে আ.লীগের ৭ তলা ভবনের স্থায়ী কার্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করলেন ইঞ্জি. মোশাররফ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২৩ বার পঠিত
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩, ৯:১৪ পূর্বাহ্ণ

কামরুল হাসান:চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী লীগ অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপনার উদ্বোধন হয়েছে৷ শনিবার (৬ মে) বিকাল ৪টায় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত ৭ তলা এই ভবন নির্মাণের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী জানিয়েছেন, মোট ৩ হাজার ৪শ বর্গফুট আয়তনের এ ভবনে থাকবে আধুনিক মানের সব রকম সুযোগ সুবিধা। থাকবে লাইব্রেরি, ইনফরমেশন টেকনোলজি সেন্টার, গবেষণা কেন্দ্র, ভিআইপি লাউঞ্জ, ডরমেটরি, মিডিয়া সেন্টার, ক্যাফে, উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এর দলীয় কার্যালয়।

ওইদিন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘এ ভবন কারো একার শ্রম আর অর্থে তৈরি হবে না। এ ভবনের প্রত্যেকটি কনায় কনায় তৃণমূল নেতাকর্মীদের অর্থ-শ্রম যুক্ত হবে।’

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ এমকেএম জাহাঙ্গীর ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রেসেডিয়াম সদস্য আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রাশেদ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, সাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর