মির্জাপুর প্রতিনিধি ( আশরাফুল আলম) : আজ ০৬/০৫/২০২৩ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় টাংগাইল জেলার মির্জাপুর উপজেলায় ১ নং মহেড়া ইউনিয়েন বাংলাদেশ মানবাধিকার কমিশনের নতুন কমিটি গঠন আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১ নং মহেড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মো: বাদশা মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা মনবাধিকার কমিশনের সভাপতি নাছরিন জাহান খান বিউটি। আরো উপস্থিত ছিলেন টাংগাইল জেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক কাজী তাজউদ্দিন আহম্মেদ রিপন, ও মির্জাপুর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি কাওছার হোসেন চপল ও সাধারন সম্পাদক তোজাম্মেল হোসেন টিটু এবং স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত কমিটির সকল সদস্যদের বাংলাদেশ মানবাধিকার কমিশনের শপদ গ্রহন করানো হয়।
১ নং মহেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ১ নং মহেড়া ইউনিয়ের বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মো: বাদশা মিয়ার নেতৃত্বে উক্ত কমিটি পরিপূর্ণাতা পায়, তিনি উক্ত কমিটির সকল সম্পাদক ও সদস্যদের উদ্দেস্য করে বলেন ১ নং মহেড়া ইউনিয়নের জনসাধারনের মানবাধিকার নিশ্চিত করা এবং করো প্রতি যেন মানবাধিকার লংঘন না হয় সেদিকে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।
পরিশেষে মো: বাদশা মিয়া নিজ অর্থায়নে মানবাধিকার নিশ্চিত ও বাস্তবায়িত করার অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।