রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঢাকায় ফিরছেন মুশতাক বিদ্রোহী নারী ফুটবলারদের নিয়ে আগ্রহ নেই কোচের গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে মুখ খুললেন সোনু সুদ অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলো আগে চব্বিশের গণহত্যার বিচার, তারপর অন্য কাজ: শফিকুর রহমান ১১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ফিলিস্তিনিদের গাজা ছাড়া নিয়ে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ শিকলে বেঁধে ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে ফেরত, যা বলছেন জয়শঙ্কর গাজীপুরের হামলায় জড়িতদের আজ রাতের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ

শ্রীমঙ্গল প্রীতি ফুটবল ম্যাচে শ্রীমঙ্গল ফুটবল একাডেমী বিজয়ী

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩০৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। প্রীতি ফুটবল ম্যাচে নবীগঞ্জের সমরগাঁও ফুটবল একাডেমীকে হারিয়ে শ্রীমঙ্গল ফুটবল একাডেমী বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার (৫ মে) বিকাল ৪ টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলার ও শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানার আমন্ত্রনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় ফুটবল একাডেমী শ্রীমঙ্গল ১-০ গোলে নবীগঞ্জ সমরগাঁও ফুটবল একাডেমীকে পরাজিত করে। শ্রীমঙ্গলের পক্ষে একমাত্র গোলটি করেন পরিমল বৈদ্য। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার পিযুস দত্ত,সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমী প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মিলন দাশ গুপ্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: মামুন আহম্মেদ, সাবেক ফুটবলার মো: মোসলেহ উদ্দীন রমজান, আকবর হোসেন শাহীন, মো: শাহ আলম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক মো: মাহমুদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলারেফারি সমিতির সভাপতি কবির উদ্দীন সুইট, জেলা রেফারি সমিতির সদস্য বাবুল মিয়া, জুবেল আহমদ প্রমূখ।

সাবেক ফুটবলার ও শ্রীমঙ্গল ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইকরামুর রহমান রানা জানান, মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখার লক্ষে ফুটবল একাডেমীর এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর