সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগে এস এ পরিবহনের শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সেনবাগ পৌর শহরের দক্ষিণ কাদরায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখা উদ্বোধন করেন এস এ গ্রুপের কর্ণধার, এস এ পরিবহন ও এস এ টিভির এম ডি, সালা উদ্দিন আহমেদ।
এস এ গ্রুপের কো-অর্ডিনেটর, সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুরের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াকান্দি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল আলম,সেনবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল অদুদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সবুজ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবু আব্বাস চৌধুরী, মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, এস এ পরিবহনের জিএম মো: মোরশেদ আলম চৌধুরী।
এস এ পরিবহনের কর্ণধার সালা উদ্দিন আহমেদ সেনবাগে বাড়ি করার পর সেনবাগ বাসীর দীর্ঘ দিনের দাবি সেনবাগে এস এ পরিবহনের শাখা স্থাপন করা। দীর্ঘ দিন পরে হলেও এ দাবি পূরণ করায় সকলে সালা উদ্দিন আহমেদ ও হাসান মঞ্জুরকে ধন্যবাদ জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি সালা উদ্দিন আহমেদ সহ অতিথি বৃন্দ ফিতা কেটে এস এ পরিবহনের সেনবাগ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সেনবাগ জামেয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রহিম উল্যাহ বশিরী।এ সময় সাংবাদিক, শিক্ষক,ব্যবসায়ী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।