কে এম রাজীব : দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং সোসাইটি নির্মাণের নামে দেশে বসবাসকারী নাগরিকসহ প্রবাসীদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করায় প্রতারণার মামলায় সাজা ও সিআর পরোয়ানাভুক্ত আসামী নজরুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করেছেন ডবলমুরিং থানা পুলিশ।
গতকাল ২ মে সিএমপি ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।আটককৃত মোঃ নজরুল ইসলাম চৌধুরী ভোলা চরফ্যাশন এলাকার, চর নলুয়া গ্রামের, চৌধুরী বাড়ির সৈয়দ আহামদ চৌধুরীর ছেলে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মোঃ নজরুল ইসলাম চৌধুরীর চট্টগ্রাম আগ্রাবাদস্থ হাউজিং সোসাইটি নির্মাণের অফিস থাকাকালীন ভুক্তভোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্নসাৎ করে গা ডাকা দিয়ে চলে যায়। পরবর্তীতে তার অফিসে গিয়ে তাকে না পেয়ে ভুক্তভোগীরা নিরাশ হয়ে সময়ের অপেক্ষায় থাকেন।
এদিকে নজরুল ইসলামকে ঢাকা থেকে আটক করে আনার পর বুধবার ৩ মে নগরীর ডবলমুরিং থানা হাজত থেকে আদালতে প্রেরণ আগ মূহুর্তে থানায় দেখতে আসা প্রতারিতদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নজরুল ইসলাম নগরীর বিভিন্ন স্থানে হাউজিং নির্মাণের নামে ভুক্তভোগীদের কাছ থেকেও টাকা আত্নসাৎ করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামী মোঃ নজরুল ইসলাম চৌধুরী দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউজিং সোসাইটি নির্মাণের নামে দেশে বসবাসকারী নাগরিকসহ প্রবাসীদের নিকট থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজের নামে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে মর্মে জানা যায়। তার বিরুদ্ধে ৩টি সিআর সাজা পরোয়ানা ও ১৫টি সিআর পরোয়ানাসহ মোট ১৮টি পরোয়ানা রয়েছে।
এর ভিত্তিতে আসামী মোঃ নজরুল ইসলাম চৌধুরীকে সিএমপি ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আটক করেন। পরে তাকে আইন অনুয়ায়ী আদালতে প্রেরণ করা হয়।