শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন

দীঘিনালায় সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৬৮ বার পঠিত
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩, ১১:২৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালায় রাহুল কর্মকার (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ স্থানীয়দের ধারণা গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে বোয়ালখালি ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ায় সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাহুল সুধীর মেম্বার পাড়ার মৃত তপন কর্মকারের ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইব্রাহিম কালু জানান, নিহতের পিছনদিকে মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর