শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
স্থলবন্দর চালু হলে বাংলাদেশ ভারত দুই দেশের অর্থনীতিতে গতিশীলতা আসবে বিজিবি মহা পরিচালক খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় চিনিসহ আটক দুই বরকলে অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যু আক্রান্ত আরো ১৪ জন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মর্জিনা আক্তার ! কেইউজে’র উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা নানিয়ারচর জোন (১০ বীর) এর উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ বিডি-৫১১ উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ পালিত সেনবাগে ৫ শতাধিক দু:স্থ ও অসহায়কে ইফতার সামগ্রী দিল স্বেচ্ছাসেবী সংগঠন “ব্লাড এন্ড হার্ট” পাহাড়তলী থানা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ স্মার্ট শাপলাপুর গড়ার লক্ষ্যে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আমান উল্লাহ

নানিয়ারচরে জাতীয় শ্রমিক লীগের মহান মে দিবস পালন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৮ বার পঠিত
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

নানিয়ারচর উপজেলা প্রতিনিধি:-“দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও” এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির নানিয়ারচরে মহান মে দিবস-২০২৩ পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মে) দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়৷ এছাড়াও দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে এসে মিলিত হয় নেতাকর্মীরা।

এরপরে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদার এর সঞ্চালনায় এবং উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি স্বপন দেবনাথ এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো: হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন, অর্থ সম্পাদক সলিম উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, যুবলীগের সাধারণ সম্পাদক ঝিল্লোর মজুমদার, ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে রাঙামাটিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা দীপংকর তালুকদার এমপি’কে পুনরায় বিজয়ী করতে হবে। তাই সকলকেই ভেদাভেদ ভুলে যে যার পেশায় আছি নৌকার বিজয় সুনিশ্চিত করতে এখন থেকে কাজ করার আহবান করছি।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন বক্তব্যে বলেন, রাঙামাটিতে যতগুলো নেতা সৃষ্টি হয়েছে সবগুলোই দীপংকর তালুকদার এর হাতে গড়া। তিনি যদি নেতা সৃষ্টি না করতেন তাহলে কেউ নেতা হতে পারতোনা। রাঙামাটির কিছু নেতা আমাদের অভিভাবক দীপংকর তালুকদার এমপির বিরুদ্ধে ঢাকায় গিয়ে ষড়যন্ত্র করছে। আমরা যদি দীপংকর তালুকদারকে মন থেকে ভালোবেসে থাকি তাহলে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার প্রতিবাদ করতে হবে।

এছাড়াও আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দীপংকর তালুকদার এর পক্ষে থাকার আহবান করেন তিনি। রাঙামাটিতে যতদিন দীপংকর তালুকদার বেচে থাকবেন তার বিকল্ল কেউ হতে পারেনা বলে মন্তব্য করেন। যদি কোনক্রমেই দীপংকর তালুকদার কে নিয়ে ষড়যন্ত্র হয় তাহলে আমরা কেউ ছাড় দিব না। রাজপথে থেকে তা প্রতিহত করবো।

এসময় তিনি আরো বলেন, নানিয়ারচরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে কিছু দলীয় কোন্দল চলছে। এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্নভাবে লেখালেখি করছে সহযোগি সংগঠনের কিছু নেতাকর্মী। এসব অপপ্রচার এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ না করে বর্তমাম সরকারের যেসব উন্নয়ন হচ্ছে তা তুলে ধরার জন্য আহবান জানান।

সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা তার বক্তব্যের শুরুতেই মহান মে দিবসের বিষয়ে আলোকপাত করেন। পরে সম্প্রতি (বার্তাপোস্ট) নামে একটি অনলাইন পোর্টাল থেকে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমার চাকুরি সংক্রান্ত বিষয়ে বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তিনি এ সমস্ত নিয়োগ বিষয়ে জড়িত নন বলে মন্তব্য করেন। কারন তিনি জেলা পরিষদের সদস্য এবং কর্মচারীও নন। তিনি আরো বলেন ইলিপন চাকমা যে বক্তব্য দিয়েছেন তিনি গত ফ্যামিলি প্ল্যানিং নিয়োগে ১০জন’কে চাকরি দিয়েছেন বলে উল্লেখ করেন।

তার বক্তব্য জনতা শেখর চাকমা বলেন তিনি চাকরি দেওয়ার কে? জেলা পরিষদের চাকরি দেওয়া হয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ ভাবে। তার বক্তব্যে সুস্পষ্ট জনগণের মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আমাদেরকে বিভিন্ন কটুকথা শুনতে হচ্ছে এবং জেলা পরিষদের চাকরি গুলো ভাগযোগ করা হয় বলে মন্তব্য করছেন। মুলত গত কয়েকদিন আগে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে তাকে দল থেকে অব্যাহতি প্রদান করার আবেদন জানালে ক্ষিপ্ত হয়ে তিনি আমার বিরুদ্ধে ঘরের এক কোনায় বসে ভিডিও বার্তা প্রেরণ করেন। এসময় জনতা শেখর চাকমা অতিবিলম্বে সভায় বসা ইলিপন চাকমা’কে বক্তব্য প্রত্যাহার করার আহবান জানান। তবে এ বিষয়ে ইলিপন চাকমা তার বক্তব্যে কোন মন্তব্য করেননি।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর