নজরুল ইসলাম: চট্টগ্রাম দেওয়ানহাট ২ নং রেলগেইট এর পাশে পোস্তার পাড়ে পুরনো পরিত্যক্ত টায়ারের গুদামে আগুনের লেলিহান শিখা দেখা যায় অনুমানিক সকাল ১২ টা ৪৫ মিনিটের দিকে।
ততক্ষণাৎ ফায়ার সার্ভিসকে কল দিলে ক্রমান্বয়ে ফায়ার সার্ভিসের বারোটা ইউনিট উপস্থিত হয়ে প্রায় পৌনে তিন ঘন্টার পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় আগুন নিভাতে পানির পাশাপাশি ফোম ব্যবহার করতে হয়েছে। টায়ারের আগুন অনেকটা ভয়ংকর যা পানি দ্বারা কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল না।
আগুনে কোন মানুষের তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও সব গুলী টায়ারই পুড়ে গেছে তবে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে পরবর্তিে জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।কিসের থেকে আগুনের উৎপত্তি প্রাথমিক ভাবে তাও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সাথে সাথে স্থানীয় সকল প্রশাসন পুলিশ র্যাব সিআইডি সহ প্রশাসনিক সকল কর্মকর্তারা উপস্থিত হয়ে সকল প্রকার উদ্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তৎপর ছিলেন
আগুন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীগণ কাজ করেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা গন এবং বিক্ষিপ্ত স্থানিয় লোকজন ও রেড ক্রিসেন্টের কর্মিগনও।