মো আরিফুল ইসলাম সিকদার:আজ রাঙামাটি সেরা প্যানেল আইনজীবী ২০২২ উপলক্ষে রাঙামাটি লিগ্যাল এইড
কতৃক উক্ত জেলার বিজ্ঞ বিচারকদের সিদ্ধান্ত মোতাবেক সেরা প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট শফিউল আলম মিঞা।এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব সহিদুল ইসলাম।
আজ ২৮শে এপ্রিল রোজ শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাঙামাটি জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,খাদ্যমন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবং ২৯৯নং কমিটি সংসদ সদস্য দিপঙ্কর তালুকদার এমপি,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসাই প্রু চৌধুরী,অতিঃ জেলা ও দায়রা জজ, যূগ্ন জেলা ও দায়রা জজ,রাঙামাটি সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক,অতিরিক্ত পুলিশ সুপার
,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, চীপ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ ও অতিরিক্ত চীপ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, জেলা লিগ্যাল এইড অফিসার ও বিজ্ঞ বিচারক সিনিঃ সহকারী জজ মোঃজুনায়েদ,বার সভাপতি রফিকুল ইসলামসহ আইনজীবী ও বিভীন্ন মহলের বিশিষ্ট ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।