মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) রাতে রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় নির্দেশে এসআই মোহাম্মদ আজিজুল গাফফার, এসআই উবায়েদ আহমদ ও সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার টেংরা ইউনিয়নের ডেফলউড়া গ্রাম থেকে মাথিউরা চা বাগানের রামলাল রবিদাস এর ছেলে সুমন রবিদাস (১৯) ও সীতারাম রবিদাস এর ছেলে সুবাস রবিদাসকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর দুই মাদক কারবারির কাছ থেকে ৪৮পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আটককৃতদের বিরুদ্ধে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।