মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ডবল পরোয়ানাভুক্ত পলাতক এক নারী আসামি গ্রেপ্তার হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) রাতে বড়লেখা থানার এসআই এ এইচ এম মাহমুদুর রহমান সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার শাহবাজপুর থেকে ২টি মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি পারভীন বেগমকে গ্রেপ্তার করে।
এসআই এ এইচ এম মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত পারভীন বেগমের ফেঞ্চুগঞ্জ থানার জিআর ২৮/১৫ মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- ক/খ ধারায় অপরাধ করায় বিজ্ঞ আদালত তাকে ০৭ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ জারি করা হয়েছিল।
অন্য এক মামলায় পারভীন বেগমের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার জিআর ৩০৪/১৪ মামলায় বিজ্ঞ আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু আছে।
গ্রেপ্তারের পর পারভীন বেগমকে বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।