এজি কায়কোবাদঃ ডিএমপি, ঢাকা মিরপুর মডেল থানাধীন বড়বাগ এলাকা হতে ১৭.১০০(সতেরো কেজি একশত গ্রাম) কেজি গাঁজাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
১৬ এপ্রিল (রবিবার) র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এর নেতৃত্বে ডিএমপি, ঢাকা মিরপুর মডেল থানাধীন বড়বাগ সাকিনস্থ হাবিব টাওয়ারের উত্তর পার্শের গলির পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় মোঃ দেলোয়ার (৪৫) কে আটক করে তার দখল হতে সতেরো কেজি একশত গ্রাম গাঁজা উদ্ধার করে র্যাব।
র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কর্মকর্তা এসআই মাহতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে জব্দকৃত গাঁজা বিক্রয়ের
জন্য কুমিল্লা জেলা হতে ঢাকায় নিয়ে এসেছে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। অত্র ক্যাম্পের কোম্পানি কমান্ডার মহোদয়ের চৌকস নেতৃত্বে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।