কামরুল হাসানঃমিরসরাইয়ে বিষপানে আহত মেহেদী হাসান রাহাত (২৪) মারা গেছেন। মেহেদী উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মিঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের বড় ছেলে।
শনিবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা গেছে, প্রেম সংক্রান্ত বিষয়ে অভিমান করে গত বৃহস্পতিবার ঘাস মরার ঔষধ সেবন করে মেহেদী। এরপর অসুস্থ হয়ে গেলে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে সে মারা যায়।
ওয়াহেদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন চৌধুরী জানান, আমার ওয়ার্ডের মিঝিপাড়া এলাকার মেহেদী হাসান নামে এক যুবকের আত্মহত্যার কথা শুনেছি। ছেলেটি খুব ভালো ছিল, এলাকায় স্বেচ্ছাসেবী কর্মকান্ডে জড়িত থেকে রক্তদান কর্মসূচির মাধ্যমে সব সময় মানুষের উপকার করতো।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, ওয়াহেদপুরের আত্মহত্যার বিষয়টি শুনেছি। তবে কি কারণে যুবকটি আত্নহত্যা করেছে তা আমরা তদন্ত করে দেখছি।