শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কুলাউড়ায় চোরাই মোবাইল ও মনিটরসহ আটক ১

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১০ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় পুলিশের অভিযানে মোবাইল ফোনের দোকান থেকে চোরাইকৃত মোবাইল ও মনিটরসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোর রাতে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে কামরুল হাসান (১৯),নামের এক যুবককে গ্রেপ্তার করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, গতকাল ২৯ মার্চ রাত ৩টায় উপজেলার ব্রাহ্মণবাজারের শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন “মা টেলিকম” দোকানের শাটারের তালা ভেঙে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২২০০টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চোর লুটে নিয়ে যায়। খবর পেয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম মালামাল উদ্ধারে ও মাঠে নামে।

পরে পাশের দোকানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত কামরুল হাসানকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটক কামরুলের তথ্যমতে ব্রাহ্মণবাজার পশু হাটের পিছনের ময়লার স্তুপ থেকে একটি অপো এ ৫৩ মোবাইল উদ্ধার করা হয়। পরে চোরাইকৃত বাকী মোবাইল ফোন ও কম্পিউটারের মনিটর আটককৃত কামরুলের ঘর থেকে উদ্ধার করে পুলিশ।

এছাড়াও এসময় চুরির ঘটনায় ব্যবহৃত লোহার শাবল, হাতুরী, কাঠে সংযুক্ত লোহা কাটার বেøট এবং পরনের কাপড়-চোপড় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ৩০ মার্চ দোকানের মালিক মালিক শাহিন মিয়ার অভিযোগের প্রেক্ষিতে কামরুল হাসানের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২৫, তারিখ: ৩০/০৩/২০২৩ খ্রিঃ, ধারা: ৪৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ দায়েরের পর মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর