বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

জুড়ীতে ভোক্তার অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৫:৫৪ অপরাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্টানকে ভোক্তা আইনে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জুড়ীর বিভিন্ন স্থানে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশের একটি টিমের সহায়তায় জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে বাজার তদারকির সময় বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা সহ ৩টি প্রতিষ্টানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জেলার প্রতিটি উপজেলা জুড়ে ভোক্তা মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযান চলমান থাকবে বলে জানান, সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর