আলমগীর হোসেন,টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭মার্চ) বিকেলে সখীপুর উপজেলার সৃষ্টি সংঘ মাঠে বঙ্গবন্ধু লীগ পর্যায়ের সকল রাউন্ড শেষে উপজেলা রয়েলস্ বনাম সখীপুর একাদশের মধ্যে বঙ্গবন্ধু ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জুলফিকার হায়দার কামাল চেয়ারম্যান সখীপুর উপজেলা পরিষদ।বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন প্রকৌশলী ফারজানা আলম উপজেলা নির্বাহী অফিসার সখীপুর।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন হায়দার জেলা প্রশাসক টাঙ্গাইল।
এসময় খেলায় বরণ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদ হোসেন তথ্য ও সম্প্রচার মন্রণালয়,মো.আমিন শরীফ সুপন সিনিয়র সহকারী সচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্রণালয়,আবু হানিফ আজাদ মেয়র সখীপুর পৌরসভা।এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শওকত শিকদার সভাপতি সখীপুর উপজেলা আওয়ামী লীগ, একে এম আতিকুর রহমান আতোয়ার চেয়ারম্যান যাদবপুর ইউনিয়ন,ইকবাল গফুর সভাপতি সখীপুর প্রেসক্লাব প্রমূখ।
সৃষ্টি সংঘ মাঠে অনুষ্ঠানে উপস্থিত হয়ে উভয় দলের মাঝে পুরষ্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক জসিম হায়দার কোমলমতি ছেলে-মেয়েদের উদ্দেশ্যে বলেন,পড়াশোনার পাশাপাশি যেন খেলাধূলায় মনোনিবেশ করতে পারে তার সু-ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন খেলাধূলা বাচ্চাদের মনোবল বৃদ্ধি সহায়ক।
উল্লেখ্য,বঙ্গবন্ধু ক্রিকেট লীগের ফাইনাল খেলায় উপজেলা রয়েলস্ বনাম সখীপুর একাদশের মধ্যে অনুষ্ঠিত হলে বিজয়ী হিসেবে উপজেলা রয়েলস্ চ্যাম্পিয়ন হয়ে প্রাইজ মানি গ্রহণ করে।