শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বৈষম্য বিরোধী আন্দোলনে আহত তানজিতের চিকিৎসায় ১ লক্ষ টাকা দিয়েছেন ওয়াদুদ ভুইঁয়া হাতিয়ায় অধ্যক্ষের দুর্নীতির ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শিক্ষকদের সংবাদ সম্মেলন মিরসরাইয়ে সাংবাদিকদের সাথে জামায়েত ইসলামীর মতবিনিময় শেরপুরে পূর্বশত্রুতার জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উত্তরায় সাংবাদিক নেতাকে হুমকি- থানায় জিডি মিরসরাইয়ে বিএনপি-যুবদলের ১৩ নেতাকর্মীকে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ৫-ই আগষ্টের পল্টিবাজ চক্রের হোতা পার্সার আবীরগংদের দৌরাত্ম্যে অস্থির বিমান র‍্যাবের সোর্স পরিচয়ে অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাঘুরি তথ্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বার খুলে নিয়ম নীতির তোয়াক্কা করেনা যুবলীগ নেতা মামুন বিএনপি সম্প্রীতিতে বিশ্বাস করে-ওয়াদুদ ভুইয়া 

হজের প্রথম ফ্লাইট ২১ মে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪৪৫ বার পঠিত
আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ২:০০ পূর্বাহ্ণ

হজের প্রথম ফ্লাইট ২১ মে

চলতি মৌসুমে পবিত্র হজের প্রথম ফ্লাইট যাবে আগামী ২১ মে। এ বছর প্রি-হজ ফ্লাইটে বাংলাদেশ বিমান মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। প্রথম ফ্লাইট বিজি-৩০০১ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।

রোববার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। আগামী ২১ মে থেকে শুরু হবে চলতি হজ মৌসুমের হজ ফ্লাইট।

তিনি জানান, চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে। প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এরমধ্যে ঢাকা-জেদ্দা রুটে ১১৬টি, ঢাকা-মদিনা রুটে ২০টি, চট্টগ্রাম-জেদ্দা রুটে ১৪টি, চট্টগ্রাম-মদিনা রুটে ৬টি, সিলেট-জেদ্দা ও সিলেট-মদিনা রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, চলতি বছর সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারিভাবে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

গত ৮ ফেব্রুয়ারি নিবন্ধন শুরু হয়েছে। কোটা পূরণ না হওয়ায় এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধনের সময়সীমা ২১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর