হুমায়ন কবির রাব্বিঃ-রেল পূর্বান্চল অবৈধ দখল দারদের রামরাজত্ব চলছে।রেলের জায়গায় বহুতলভবন নির্মাণ করছে এমন অভিযোগের ভিওিতে রেলের (পূর্ব)ভূসম্পত্তি বিভাগ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরেজমিনে গেলে অবৈধ ভূমিদস্যুরা রেলের তদন্তে আসা দলের উপর হামলা করে,এতে রেলের এক কর্মচারী আহৃত হওয়ার খবব মিলেছে।
সোমবার (২৩ মে) নগরীর খুলশী থানাধীন সেগুন বাগান ৪নং এলাকায় রেলের জায়গায় বহুতল ভবন নির্মাণে বাধা দেয়ায় অবৈধদখলদারের হামলায় রেলকর্মচারী মেহেদী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান অবৈধ দখলদার আশরাফ ,সমসাদ (প্রঃ লেদু)ফয়েজ, আলম,আলমগীর,শাহজাদা,মোবারক,সহেল প্রমুখ রেলকর্মচারীর উপর চড়াও হয়।রেল নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর সিআই একরামুল হামলা ও আহৃতের সত্যতা নিশ্চিত করে জানাযায়,রেলের ভূসম্পত্তি ও নিরাপত্তা বাহিনী অবৈধ স্হাপনা নির্মান হচ্ছে এ তথ্যের ভিওিতে রেল কর্মচারীরা গেলেই উপরে উল্লেখ ব্যক্তিদের দ্বারা রেলের লোকজনের উপর হামলা করে।
সন্ত্রাসী হামলায় রেলকর্মী মেহেদী আহত হয়।সূএমতে, মূল সড়কের পাশে অনুমতি ছাড়াই ৩ তলা ভবন নির্মাণের কাজ চলছিল।রেল নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টরের নেতৃত্বে, ভূসম্পত্তি কর্মকর্তারা অবৈধ বহতল ভবন নির্মাণ প্রমাণ পেয়ে কাজ বন্ধ করে দিলে বাধে বিপওি,চলে হামলা ও অবৈধ দখলদারদের এমন আক্রমণ।
এ ঘটনায় ভূসম্পত্তি ও নিরাপত্তা বাহিনী বাদী হয়ে পৃথক দুটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিভাগীয় ভূসম্পত্তি কর্মজর্তা মাহবুব উল করিম।