সোহেল রানা বাবুঃ বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট জেলা শ্রমিক লীগের আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা,কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়।
১২ ই অক্টোবর বিকালে বাগেরহাট জেলা আওয়ামীলীগ অফিস চত্বরে জেলা শ্রমিক লীগের সভাপতি পৌর কাউন্সিলর শেখ রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে,জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর খাঁন আবু বক্কর সিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েতউদ্দিন, তিনি সমগ্র দেশ সহ বাগেরহাটের বিভিন্ন উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা, দক্ষিন বঙ্গের উন্নয়নের রুপকার শেখ হেলালউদ্দিন ও শেখ তন্ময়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তাঁদের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সহকারী এম এইচ শাহীন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি এ্যাডভোকেট ফরিদউদ্দিন, কোষাধ্যক্ষ ও প্রেসক্লাব সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আঃ বাকী, জেলা ছাত্রলীগ নেতা মোঃ মনিরুজ্জামান ,আলোচনা সভায় বক্তারা বাগেরহাট জেলা শ্রমিক লীগকে একটা সু সংগঠিত সংগঠন হিসেবে আখ্যা দেন এবং জাতীয় যে কোনো পরিস্হিতিতে এগিয়ে আসার আহব্বান জানান, এছাড়াও আগামী জাতীয় নির্বাচনী প্রস্তুতি এবং জামায়াত জোটের ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
এসময়ে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক খাঁন আবু বক্কর, সিনিয়র সহ সভাপতি শেখ নূরুল ইসলাম,গোলাম কিবরিয়া নিপু, শ্রমিক লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলীম হাওলাদার, জেলা শ্রমিকলীগ সহ সভাপতি মোঃ জিয়া হোসেন সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সভাস্হলে এসে শেষ হয় এবং কেক কাটা ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। এর আগে বিকাল থেকেই বাগেরহাট সদর এবং কচুয়া উপজেলা থেকে স্হানীয় শ্রমিকলীগের নেতৃত্বে বিশাল বিশাল মিছিল এসে সভাস্হল জনাকীর্ণ হয়ে যায়।