বরিশাল প্রতিনিধিঃবরিশালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন কাউন্সিলর এনামুল হক বাহার।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের পক্ষে গতকাল ১১/১০/২০২১ তারিখ রোববার বিকেলে ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, নমশুদ্রপাড়া, হাওলাদার বাড়ি, সরকার বাড়ি ও তাজকাঠি এলাকায় এই বস্ত্র বিতরণ করা হয়েছে।
কাউন্সিলর এনামুল হক বাহার জানিয়েছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচে বড় উৎসব উপলক্ষে তাদের নেতা বেশকিছু বস্ত্র পাঠিয়েছেন। যেগুলো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি-বিশেষের উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করা হয়েছে।’