নুরুল আমিন সোহেলঃবন্দর নগরী খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা এলাকায় বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক। রাত ১২টায় গণমাধ্যম কে তিনি বলেন, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে রাবেয়া আক্তারের বাড়ি থেকে ২১টি বাড়ি পুড়ে গেছে।
খুলশী থানার সাব ইন্সপেক্টর এনামুল হক গণমাধ্যম কে বলেন, এ পর্যন্ত ৩ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।