তৌফিকুল ইসলাম জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় হসান আলী (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। ৬ই অক্টোবর বুধবার ভোড় ৫ ঘটিকার সময় মাছ কিনতে যাওয়ার পথে হাটিকুমরুল – বনপাড়া মহসড়কের মান্নান নগর হামকুড়িয়া খান পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর বাজরের পার্শে সীমাপাড়া রহম আলীর ছেলে।
নিহত হসানের ছোট ভাই মোহাম্মাদ আলী সংবাদটি নিশ্চিত করেন এবং বিবিসি নিউজ টুয়েন্টিফোরকে বলেন আমরা সবাই লছিমন বোরাক গাড়িতে মহিষলুটি আড়তে মাছ কিনতে যাচ্ছিলাম পথের মধ্যে হামকুড়িয়া এলাকায় গাড়িটি উল্টে যায়। এ সময গাড়ি থেকে লাফিয়ে দৌড় দিযে রাস্তা পার হওয়ার সময় চলন্ত ট্রাক তাকে চাপা দিয়ে চরে যায়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।