শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশী মদসহ এক যুবক আটক হয়েছে। আটক যুবক শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের বাবুল বৈদ্য এর পুত্র বিধান বৈদ্য (২৬)।
মঙ্গলবার ভানুগাছ রোডের গ্রান্ড সুলতান রিসোর্টের সম্মুখে মহাজিরাবাদ রাস্তা থেকে অভিযান চালিয়ে আটক করে ডিবি সদস্যরা। এসময় তাঁর কাছ থেকে ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার কোর্ট হাজতে প্রেরণ করা হয়। জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া জানান, মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত রাখতে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মাদকের বিরুদ্ধে এবং মাদক সেবন ও বিক্রেতাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা তৎপর রয়েছে।