সীতাকুণ্ড প্রতিনিধিঃসীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.মোঃ ফসিউল আলমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ ছাড়াও কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারী পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও গভর্নিং বডির অন্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব ইন্জিনিয়ার সফিউল আলম, জনাব জাহাঙ্গীর খালেদ, আবু জাফর সিদ্দিকী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আবু হেনা , মোহাম্মদ মোস্তফা জামাল, এ কে এম রেজাউল কাদের, মোহাম্মদ নিজাম উদ্দিন, সন্জয় রায়, কাজী সাইফুল, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, ফখরুদ্দিন মোহাম্মদ মুরাদ,মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ নুরুল আনোয়ার চৌধুরী, ফসিউল আলম ও মোহাম্মদ আবদুল মতিন চৌধুরীসহ আরো অনেকে।