আব্দুল হামিদঃ চট্টগ্রাম নগরীর সাগরিকা মোড়ে কভার্ড ভ্যানের চাপায় এক পথচারী ও এক রিকশাচালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কে জানান, রাত ৯টার পর একটি কভার্ড ভ্যান সাগরিকা মোড়ে শুরুতে একজন পথচারীকে ও পরে একজন রিকশাচালককে চাপা দেয়। এতে ওই দুজন নিহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে নিহতদের নাম, বয়স বা পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।