নিজস্ব প্রতিবেদকঃ নগরীর বাকলিয়া থানাধীন ড্রাম পট্টি ঝর্ণা মার্কেট এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ১৫ হাজার পিছ ইয়াবা সহ তিনজন কে আটক করা হয়েছে।
অদ্য বুধবার ( ১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলঃ জোহরা খাতুন (৪৫), নুর নাহার (৪৮) ও মোঃ আইয়ুব (২২) নামের তিন জনকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই নারী ও এক যুবককে ইয়াবা সহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।