এজি কায়কোবাদ,বিশেষ প্রতিনিধিঃ ২৯ আগস্ট (রবিবার) সকালে, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট ইম্পেরিয়াল হাসপাতালের সামনে হতে একটি গাড়ি গতিপথ অনুসরণ করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে গাড়িটি তল্লাশি করে ০৬(ছয়) লক্ষ টাকার ২০ কেজি গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা।
এসময় মাদক চোরাচালানে ব্যবহারিত একটি (প্রিমিও গাড়ি) প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোহারাব হোসেন (৩০), রফিকুল ইসলাম (৪২) ও সাইফুল ইসলাম(২২)।
গ্রেফতারকৃত আসামিদের গাজীপুর জেল কারাগারে পাঠানো হয়েছে।