দিগন্তেরবার্তা২৪,ডেস্কঃ শ্যামলী আবাসিক এলাকা জামে মসজিদে মুসল্লিদের সুরক্ষা নিশ্চিতে হেলাল আকবর চৌধুরী বাবর এর উদ্ভাবনি করোনা প্রতিরোধক বুথ উদ্ভোধন করেন বেক্সিমকো গ্রুপের সিনিয়র অফিসার নুরুল হুদা মানিক, মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস খোকা-সাধারণ সম্পাদক সামসুল ইসলাম দুলাল। সিনিয়র সদস্য মোঃ সিরাজুল ইসলাম।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক -এ জি এম শওকত হোসেন , সহ-সভাপতি আবুল খায়ের যুগ্ম সাধারণ সম্পাদক -এম গোলাপ রহমান ভূইয়া – সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ সুমন – সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল মন্নান খোকন,মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তহিদুল খন্দকার বাবু।
সদস্য- আবদুল আওয়াল,সম্মানিত ইমাম হাফেজ গোলাম রসুল সহ মুসল্লিগন উপস্থিত ছিলেন,আরোও উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান, হালিশহর থানা ছাত্রলীগ নেতা ইকরামুল আদিব,আশরাফ আরাফাত নিরব,সাওয়াফ সাকিব,ইফাজ সাজির ও অন্যান্য নেতৃবৃন্দ।এতেসার্বিক তত্ত্বাবধানে নুরুল হুদা মানিক।