মোঃ রাজন মিয়া বিভাগীয় বিশেষ প্রতিনিধিঃ শেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৩ আগষ্ট (শুক্রবার) বিকাল ৫ ঘটিকার সময় শেরপুর সদর উপজেলার ১৪ নং বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর-খারচর গ্রামে অবস্থানরত সরকারি গুচ্ছগ্রামে অসহায় ও দুঃস্থ ৩০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল,১ কেজি লবন,আধাঁ কেজি তেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির (জিএম) প্রকৌশলী আলী হোসেন,শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আল-মামুন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির (ডিজিএম) আকবর হোসেন মিঞা,(এজিএম) আশরাফ হোসেন,চর-খারচর ৭নং ওয়ার্ড (মেম্বার) মোঃ মোতাহার আলী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ রেজাউল করিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।