মো. রবিউল হোসেন, খাগড়াছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে গাছের ঢাল কাটাকে কেন্দ্র করে হামলায় তিনজন আহত হয়েছে। আজ বুধবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সাপমারা এলাকায় এঘটনা ঘটে।
জানাযায়, সাপমারা গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মোঃ হালিম মিয়া (৫২)। তার ফসলের জমির পাশের গাছের ডাল কেটে নিয়ে যেতে বলে কেতারাম ত্রিপুরার ছেলে পূর্ণ ত্রিপুরাকে। গাছের ডালপালা না কাটে উল্টো মোঃ হালিমসহ তার দুই ছেলে রফিকুল ইসলাম শান্ত (২০) ও রিফাত ইসলাম (২২)কে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে পূর্ণনত্রিপুরাসহ কয়েকজনে।
পরে আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে করর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হালিম ও রফিকুল ইসলাম শান্তকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে প্রেরন করেন। আহতদের অবস্থা আশংকা জনক বলে জানান, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন।
মানিকছড়ি থানার ওসি মোঃ শাহানূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।