জুলফিকার আলী সম্রাট, রাজশাহী বিভাগ ব্যুরো প্রধানঃ গতকাল ৫ জুলাই সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে নিহত বাবার পাশে কান্নারত ৭ বছরের শিশু কন্যার ভাইরাল ভিডিও এর প্রকৃত পরিচয় পাওয়া গেছে।
নিহত ব্যক্তির পোরশা উপজেলার নিতপুর কলনিপাড়া গ্রামের কালু মুদ্দীনের ছেলে মুজিবুর রহমান। তিনি পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। ভ্যান রিকসায় করে তিনি মেলামাইন ও সিরামিক সামগ্রী বিক্রি করতেন। প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।
রোববার সাপাহার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অবস্থা সংকটাপন্ন দেখে ভর্তি নেয়া হয়নি। সোমবার রাজশাহী নিয়ে যাওয়া হলে ভর্তির পুর্বেই তার মৃত্যু হয়। ভাইরাল ভিডিও তে উল্লেখ থাকলেও নিহত ব্যাক্তিাট মূলত সাপাহার উপজেলার বাসিন্দা নয়।
সোমবার সন্ধ্যা ৬ টায় নিজ গ্রাম নিতপুর কলনিপাড়ায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তথ্য নিশ্চিত করেন নিহত মুজিবুরের চাচা সাদেকুল ইসলাম।