ইকবাল হোসেন মুন্সিগঞ্জ জেলাঃ
সরকারের দেয়া কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে সেনাবাহিনী,বিজিবি , পুলিশ আনসার যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করছে।
গতকাল ৪ঠা জুলাই (রবিবার) সিরাজদিখান উপজেলার চিত্রকোটের গোয়ালখালী নামক এলাকায় ব্রীজ টোলের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লকডাউন অভিযান পরিচালনা করেছে। পরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম জরিমানাসহ শাস্তির আওতায় আনে।
এসময় ভ্রাম্যমাণ আদলত উপজেলা প্রসাশণের সাথে আরো ছিলেন সেনাবাহিনী, বিজিবি, শেখরনগর তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ।
সারা দিনব্যাপী ভ্রাম্যমাণ আদলতের এ অভিযানে পণ্যবাহী গাড়ি ও গুরুত্বপূর্ণ গাড়ি এ্যাম্বুলেন্স ব্যতিত অন্যকোন গাড়ি তারা জবাবদিহিতা ব্যতিত ছাড়ছে না।
উপজেলা নির্বাহী অফিসার ফয়েজুল ইসলাম জানান- করোনার এই দ্বিতীয় ঢেউয়ে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। সারা দেশ মৃত্যু পরীতে রুপান্তরিত হতে যাচ্ছে। তাই সরকারের দেয়া কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসণ সহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ দিন রাত কাজ করে যাচ্ছে। সেই সাথে দেশের জনসাধারণকে সচেতনতার সাথে আমাদেরকে সহযোগিতা করতে হবে। মাস্ক পড়া শতভাগ নিশ্চিত করতে হবে।
মুন্সিগঞ্জ সিভিল সার্জন জানান- মুন্সিগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা রোগী ১৪ জন। এ পর্যন্ত করোনা রোগী ৬০৯১ জন এবং মৃতের সংখ্যা ৭২ জন।