আল আমিন, পঞ্চগড় : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোবাইল ফোনকে কেন্দ্র করে মামাতো বড় ভাই মুজিবুল্লাহ( সৈকত) (১৮) এর হাতে ধারালো অস্ত্রের আঘাতে ফুপাতো ছোট ভাই দুলাল (১৭) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১জুলাই ) বিকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে দুলাল গুরুত্বর হওয়ায় তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয় সুত্রে জানা যায়,গত বুধবার (৩০ জুন ) রাতে দুলালের বাড়ি থেকে ব্যবহারকৃত মোবাইল ফোনটি গোপনে নিয়ে যায় সৈকত। এ নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই বিরোধ দেখা দেয়।
এতে দু’জনই বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে মুজিবুল্লাহ (সৈকত) ধারালো অস্ত্র দিয়ে দুলাল ইসলামকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্য সম্মুখীন হয়।ঘাতক সৈকত হলেন ওই এলাকার শহিদুলের ছেলে। নিহত দুলাল হোসেন একই এলাকার মো: শহিদুলল ইসলামের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া ঘটনা বিষয় টা নিশ্চিত করেন। তিনি আরো বলেন যে, ঘটনার ঘাতককে গ্রেফতার করা হয়েছে।