নুরুল আমিন সোহেলঃ বন্দরনগরী নগরীর চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সভাপতি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্তাভাজন বাবু নির্মল রঞ্জন গুহু দাদা ও সংগ্রামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এর নির্দেশনায় নগরীর ১১ টি মসজিদে মাস্ক ও লিফলেট বিতরণের করা হয়।
অদ্য ১লা জুলাই শুক্রবার জুমা’র নামাযের পর ১১ টি মসজিদ প্রাঙ্গণে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত কভিড ১৯ সচেতনতায় কার্যক্রম পরিচালনায় ছিলেন কমার্স কলেজ ছাত্র সংসদ এর সাবেক এ,জি,এস, ও নগর আওয়ামী সেচ্ছাসেবক লীগ সংগঠক মোঃ মাসুদ খান, ওয়াহিদ চৌধুরী, রুসনি, আবদুললাহ, বিশবজিত, জুয়েল, সাজজাত, হাসান, আলাউদ্দিন আলো সহ প্রমূখ।