নুরুল আমিন সোহেলঃ বাংলাদেশেও দিন দিন করোনা আক্রান্ত বেড়েছেই যাচ্ছে। সরকারের নির্দেশনা থাকলেও সাধারণ মানুষের অসচেতনতার কারণে করোনা আক্রান্তের পাশাপাশি মারাও যাচ্ছেন অনেক করোনা রোগী। নেই হাসপাতালে সিট। ফলে করোনা রোগীর স্বজনরা প্রতিদিনই মানসিক ও আর্থিক সংকটেও পড়ছেন প্রতিনিয়ত। এসব সমস্যা থেকে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও কাজ করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।
সাধারণ মানুষের সচেতনতার জন্য চট্টগ্রামের পশ্চিম ফিরোজশাহ ০৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যলয়ের সামনে করোনা প্রতিরোধক বুথ এর শুভ উদ্বোধন করেন চসিকের ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম।
অদ্য ২১জুন সোমবার আওয়ামী পরিবার ও সামাজিক নেতৃবৃন্দ এর উপস্থিতিতে পশ্চিম ফিরোজশাহ ০৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যলয়ের সামনে করোনা প্রতিরোধক বুথ এর স্থাপন করা হয়।
০৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জহুরুল আলম জসিম বিবিসিনিউজ টুয়েন্কেটি ফোর ডট নিউজ কে বলেন, সরকার দেশে করোনাকালীন গরীব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে রয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা অসহায় মানুষের পাশে থেকে কাজ করছেন। মাস্ক পরিধানসহ বিভিন্নভাবে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করে সাধারণ মানুষের সচেতনতায় কাজ করছি।