শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :লাউয়াছড়া বনে চলন্ত ট্রেনের ওপর গাছ পড়ে প্রায় পয়তাল্লিশ মিনিট আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্্রপ্রেস ট্রেনটি। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে সিলেট মুখি পারাবত এক্্রপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে কমলগঞ্জের লাউয়াছড়া বনে প্রবেশ করে এসময় ট্রেনের ইঞ্জিনের অংশে একটি গাছ ভেঙ্গে পড়ে ।
তাৎক্ষনিক চালক ট্রেনটির গতি নিয়ন্ত্রন করেন। সেখানে ট্রেনটি প্রায় পয়ত্রাল্লিশ মিনিট আটকা পড়েছিল। শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন মাষ্টার শাখাওয়াত হোসেন জানান, শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে গিয়ে লাউয়াছড়ায় ১১টা ৫৮ মিনিট থেকে ১২,৫০ মিনিট পর্যন্ত আটকা পড়ে পারাবত এক্্রপ্রেস ট্রেনটি।
পরে রেললাইনের ওপর থেকে গাছটি সরিয়ে দিলে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। তিনি জানান, মাঝেমধ্যে লাউয়াছড়া বনে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেনের যাত্রাপথে বিলম্ব ঘটায়। আজও একটি গাছ পড়ে থাকায় টেনটি পয়তাল্লিশ মিনিটের মতো যাত্রা বিলম্বিত হয়।