জামালপুর প্রতিনিধি,
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ০২.০০ ঘটিকায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
অপরাধ সভায় জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়, শ্রেষ্ঠ সার্কেল হিসাবে জনাব মোঃ শাহ্ শিবলী সাদিক (সদর সার্কেল), কে ক্রেস্ট প্রদান করেন, জামালপুর সদর থানার অফিসার-ইনচার্জ জনাব মোঃ রেজাউল ইসলাম খান, সরিষাবাড়ীর থানার অফিসার-ইনচার্জ জনাব মোঃ রাকিবুল হাসানক, বকশিগঞ্জ থানার অফিসার-ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলামক, মেলান্দহ থানার অফিসার-ইনচার্জ জনাব মোঃ এম এম মোঃ ময়নুল ইসলাম. দেওয়ানগঞ্জ থানার অফিসার-ইনচার্জ জনাব মোঃ মহব্বত কবির, জনাব মোঃ শামছুল হুদা খান পুলিশ পরিদর্শক তদন্ত, জনাব মোঃ মেহেদী হাসান ওসি ডিবি, মাদারগঞ্জ মডেল থানা জামালপুর, পুলিশ অফিস এলআইসি শাখা কতৃক গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনের জন্য পুরস্কার প্রদান করেন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ।
এছাড়াও এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।