আবদুল আউয়াল রোকন বিশেষ প্রতিনিধিঃ
হাটহাজারীতে মো.আজম(২৪) নামের এক মুক্তিযোদ্ধা সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার(০২ জুন) সকালের দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মন্দাকিনী গ্রামের নিজ দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায় , ওই এলাকার নজব মোহাম্মদ চৌধুরী বাড়ির বীর মুক্তিযোদ্ধা মো. শামসুল আলমের পুত্র আজম প্রতিদিনের মতো রাতে নিজ দোকানে ঘুমিয়ে পড়েন। পরদিন বুধবার যথাসময়ে দোকান না খোলায় আশপাশের দোকানি ও স্বজনরা তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ কে ঘটনা অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন দোকানের দরজা-জানালা সব ঠিক এবং দোকানের দরজা ভেতর থেকে আটকানো। পরে দোকানের চালের টিন কেটে ভেতরে ঢুকে পুলিশ নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে । এসময় দোকানে রক্ষিত টাকা সহ দোকানের সকল জিনিসপত্র ঠিকমতো ছিলো বলেও জানা যায়।
হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের গলায় আঘাতের চিহ্ন আছে। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আসলে বিষয়টি রহস্যজনক, ইতিমধ্যে পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।