কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের শহিদুল ইসলাম বিশ্বাসের ছেলে কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া ছাত্র তানজিল বিশ্বাস (১৬) ফুস ফুসে ক্যান্সসার আক্রান্ত্ম হয়ে ইন্ত্মেকাল করেছেন।
ইন্নালিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পারিবারিক সূত্রে জানা গেছে তানজিল বিশ্বাস র্দীর্ঘদিন ধরে ফুস ফুসে ক্যান্সসার আক্রান্ত্মে ভুগছিলেন। ক্যান্সসার আক্রান্ত্ম হয়ে খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে মঙ্গলবার সকালে তাকে বাড়িতে আনার পথে সকাল ১১ টায় তানজিল বিশ্বাস মৃতু্যবরণ করেন। মঙ্গলবার বিকাল ৩ টায় আড়ুয়া দাখিল মাদ্রসায় তার নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।