সাহাদাৎ হোসেন শাহীন বিশেষ প্রতিনিধিঃ
একটি রাজ্য ধবংশ হওয়ার জন্য,জঘন্য রাজা, ঘুমন্ত প্রজা ও বিক্রীত সাংবাদিকরাই যথেষ্ট।
সরকার যদি সৎ থাকে গণমাধ্যমকেও সৎ হতে হবে তাহলেই রাষ্ট্র বেঁচে থাকবে। দেশ উন্নয়ন হবে
গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের সম্মান সাংবাদিকরা দেশের বোঝা নয়। জাতির শত্রু নয় ১৮কোটি জনগনের বন্ধু সরকার সৎ আছে বলেই রাষ্ট্র এখনো শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। সাংবাদিকদের মাঝে সততা আছে বলেই রাষ্ট্র বিশ্বাবাসীদের কাছে সম্মান পাচ্ছে দেশের মানুষ পরিচয় পাচ্ছে।
বস্তু নিষ্ঠ সাংবাদিকরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর রাষ্ট্র থেকে অপরাধীদের দৌরাত্বের অধঃপতন ঘটাচ্ছে। সাংবাদিকরা সরকারী বেতন ভুক্ত নয় সরকার কে সাংবাদিকদের মাসিক বেতন নির্ধারণ করতে হবে তাহলে সাংবাদিকরা অভাব থেকে উঠে আসবে অপরাধ থেকে দূরে থাকবে। সাংবাদিক নির্যাতন আইন পাস করতে হবে মাননীয় তথ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ রেখে সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে।
আরেকটি আইন পাস করতে হবে মাননীয় সরকার কে সাংবাদিক নির্যাতন হলে ১০বছর কারাদন্ড বা অর্ধ কোটি টাকা জরিমানার নীতিমালার আইন প্রয়োগ করতে হবে সাংবাদিকদের জন্য।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এর সফলতা কামনা করছি।